সুনামগঞ্জের হাওরে দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল। আগামীকাল বুধবার,৩ মে সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শনে যাবেন এবং ত্রাণ বিতরণ করা হবে প্রতিনিধি দলের সদস্যরা।
মঙ্গলবার,২রা মে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সেখানে পৌছে বুধ ও বৃহস্পতিবার ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন প্রতিনিধি দলটি।
উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ এপ্রিল,রোববার তিনি হাওর এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।
আজকের বাজার:এসআর/ এলকে/২রা মে,২০১৭