অস্ট্রেলিয়া অভিমুখী এয়ার কানাডার একটি ফ্লাইট বৃহস্পতিবার আকাশে ঝড়ের কবলে (টার্বুলেন্স পকেট) পড়ে এবং এতে বাধ্য হয়ে জরুরি অবতরণ করে।
এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়া যাত্রীরা জানান, এ সময় তারা ব্যাপকভাবে দুলছিল। খবর এএফপি’র।
কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, ভ্যানকুভার থেকে সিডনি অভিমুখী ফ্লাইট এসি৩৩ আকাশে সমস্যায় পড়লে বিমানটি মার্কিন দ্বীপপুঞ্জ হাওয়াইয়ের রাজধানী হনলুলুতে ফিরে যায়।
বিবৃতিতে বলা হয়, বোয়িং ৭৭৭-২০০ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৬ টা ৪৫ মিনিটে ‘স্বাবাবিকভাবে’ অবতরণ করে। এতে আরো বলা হয়, বিমানটি আকাশে প্রচন্ড ঝড়ের কবলে পড়ায় ৩৫ জন সামান্য আহত হয়েছে।
জেস স্মিথ নামের এক যাত্রী স্থানীয় টেলিভিশন কেন্দ্র কেএইচওএন’কে বলেন, ‘বিমানটি ঝড়ের কবলে পড়ার পর আমরা সকলে দুলছিলাম। এ সময় বিমানটি দ্রুত গতিতে উপরে-নিচে উঠানামা করায় আমরা বিমানের ভিতরে ভাসছিলাম এবং এর ছাদে ধাক্কা খাচ্ছিলাম। এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এক মুখপাত্রের বরাত দিয়ে কানাডীয় সম্প্রচার কেন্দ্র সিবিসি জানায়, হনলুলু’র প্রায় ৬শ’ মাইল (৯৬৬ কিলোমিটার) দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার ফুট উপরে এ ঘটনা ঘটে।
বিমানটিতে ২৬৯ জন যাত্রী ও ১৫ জন ক্রূ ছিল।
বিবৃতিতে বলা হয়, এয়ার কানাডা হনলুলুতে যাত্রীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে।