হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মারা গেছেন

আফগানিস্তানের উগ্রপন্থী ইসলামি জঙ্গি সংগঠন হাক্কানি মিলিট্যান্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা প্রধান জালালউদ্দিন হাক্কানি মারা গেছেন বলে ঘোষণা করেছে তালেবান। জালালউদ্দিন হাক্কানিকে আফগানিস্তানের একজন চিহ্নিত শীর্ষ জঙ্গি হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে বিবিসি।

জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইটের বরাত দিয়ে তালেবান জানিয়েছে, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন জালালউদ্দিন হাক্কানি। এর ফলেই তার মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে হাক্কানির দাফন করা হয়েছে।

১৯৭০ সালে হাক্কানি নেটওয়ার্ক গড়ে তোলে এই জালালুদ্দিন হাক্কানি। ২০১২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। হাক্কানি নেটওয়ার্ক তালেবানদের মদদপুষ্ট বলে জানা যায়। এই সংগঠনের নেতা ছিল জালালউদ্দিন হাক্কানি ও তার ছেলে সিরাজউদ্দিন হাক্কানি।

হাক্কানির মৃত্যু নিয়ে বহু বছর ধরেই গুজব প্রচলিত রয়েছে। এর আগে জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের আফগান প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি ২০১৪ সালে মারা গেছে বলে শোনা গিয়েছিল। সে সময়ও কারণ হিসেবে তার অসুস্থতাকেই দেখানো হয়েছিল।

তবে বারবারই তা গুজব বলে শোনা যায়। সে সময় তার পরিবারও পরে তার মৃত্যুর কথা গুজব বলে উড়িয়ে দেয়।

আজকের বাজার/এমএইচ