পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প লিমিটেডের তিন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহম্মদ গোলাম মোরশেদ, গোলাম রসুল মুক্তাদির ও মোহাম্মদ গোলাম কিবরিয়া ১ লাখ করে কোম্পানিটির মোট ৩ লাখ শেয়ার বিক্রয় করেছেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজার দরে তারা এ শেয়ার বিক্রি করেছেন। এর আগে তারা ২৩ জানুয়ারি শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন।