রাজধানীর হাজারীবাগের গনকটুলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
রোববার (২৭ মে) বেলা ১১টায় এ অভিযান শুরু হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গনকটুলীতে অভিযান চলছে।
অভিযান শেষে সংবাদমাধ্যমকে এর বিস্তারিত জানানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় র্যাব। অভিযানে ৫১৩ জনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে ৩৬০ জনকে ছেড়ে দেয়া হয়।
আজকের বাজার/একেএ