হাজারীবাগে মাদকবিরোধী অভিযানে শতাধিক আটক

রাজধানীর হাজারীবাগ এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হওয়া এ মাদকবিরোধী অভিযান চলে সাড়ে তিন ঘণ্টা।

রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, আটককৃতদের কেউ মাদকসেবী, কেউ ব্যবসায়ী, কেউবা সরবরাহকারী। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

অভিযানকালে ৩০০পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ ও কারখানার সন্ধান পাওয়া গেছে বলেও জানান উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।

আজকের বাজার/একেএ