অবৈধভাবে ওয়াকিটকি এবং বিদেশি মদ রাখার দায়ে সোমবার ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
তার আগে রাজধানীর পুরনো ঢাকায় সোয়ারিঘাটের দেবদাস লেনে ইরফানের বাড়িতে অভিযান চালিয়ে ৩৮টি ওয়াকিটকি এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের ওপর ‘হামলা’র অভিযোগে ডিএসসিসি’র ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে দেবদাস লেনের ওই বাসা থেকে আটক করে র্যাব।
র্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, বিকালে বাহিনীর একটি দল ইরফানের বাসায় অভিযান চালিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। ওই বাসা থেকে ইরফানের দেহরক্ষী মোহাম্মদ জাহিদকেও আটক করে তারা।
এর আগে, নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফের ওপর ‘হামলা’র অভিযোগে ইরফান সেলিমের বিরুদ্ধে রবিবার রাতে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমসহ চারজন এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে মামলাটি করেন লেফটেন্যান্ট ওয়াসিফ।