রাজধানীর হাতিরঝিল থেকে সোমবার (১০ এপ্রিল) সকালে পরিত্যক্ত অবস্থায় বিলাসবহুল পোরশে গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া গাড়িটি উদ্ধার করেছে। গাড়ির চাবি ভেতরে পাওয়া যায়। ড্রাইভারের সিটে একটি চিঠিও পাওয়া গেছে। তিনি দ্য রিপোর্টকে আরও জানান, ঘটনাস্থলে শুল্ক গোয়েন্দার দল অবস্থান করছে এবং গাড়ির ইনভেন্টরি করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। কে বা কারা এটি ফেলে রেখে গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।