হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে মাইক্রোবাস লেকে

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিলের ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস লেকের পানিতে পড়ে গেছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও চালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টায় লেক থেকে মাইক্রোবাসটি তুলে আনতে সক্ষম হন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিম।

আজকের বাজার/এমএইচ