রাজধানীর হাতিরঝিল এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোহাম্মদ রেদোয়ানুল কবির (৩০) আদাবরের মনসুরাবাদ হাউজিং এলাকার মান্নান কবিরের ছেলে।
হাতিরঝিল থানার পরিদর্শক গোলাম আজম জানান, সকাল ৭টার দিকে মহানগর প্রজেক্ট এলাকায় রাস্তা থেকে মোটরসাইকেল ছিটকে গেলে আরোহী রেদোয়ান গুরুত্ব আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ