জেলার হাতিয়ার বুড়িরচর থেকে বুধবার গভীর রাতে কোস্টগার্ড সদস্যরা ১টি শর্টগান, ১ রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আজাদ(৩৫) আটক করেছে। আটক আজাদ ওরফে গুল আজাদ হাতিয়া পৌরসভা ৩নং ওয়ার্ডের মো. ইয়াছিনের ছেলে।
হাতিয়া কোস্টগার্ড সূত্রে জানা যায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরদোনা ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি শর্টগান, ১ রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাতিয়া কোস্টগার্ড এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, আটক আজাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলাসহ মোট ৯ টি মামলা রয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান