নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালী বাজারে আগুনে ৫টি দোকান ও ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৬ জুন) হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোরে ওছখালী পশ্চিম বাজারের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে আগুন পাশে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
এতে দোকান ও বসতঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা আরও জানান, উপজেলায় কোনও ফায়ার সার্ভিস স্টেশন না থাকায়, যখনই কোথাও আগুনের ঘটনা ঘটে তখনই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।
আজকের বাজার/এসএম