লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে আসাদুজ্জামান ভুট্টু (৩০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুলাই) রাতে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত ভুট্টু উপজেলার উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের মোকছেদ রহমানের পুত্র। এছাড়া সে উপজেলার মিলন বাজার ইউনিট যুবলীগের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক নুরুজ্জামান।
এ বিষয়ে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান জানান,সোমবার রাতে ভুট্টু নিজ বাড়ির সামনে বৈদ্যুতিক লাইন মেরামতের করছিলো। এ সময় হঠাতই বিদ্যুত স্পৃষ্ট হয়ে মাটিতে পরে যায় এবং গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটির দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।
হাসান/রাসেল