হাথুরুকে হারানোর খুশিতে ফেসবুক লাইভে মুশফিক

মুশফিকুর রহীমের টেস্ট নেতৃত্ব হারানোর পেছনের কারণের অন্যতম অবশ্যই চন্ডিকা হাথুরুসিংহে। মুশির নেতৃত্বের স্টাইল পছন্দ ছিল না তার। চাপে ফেলেছেন অধিনায়ককে। সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব। এর আগে ওয়ানডে ও টি-টুয়েন্টির নেতৃত্ব খোয়ানোতেও ছিলো হাথুরুর ভূমিকা। এছাড়াও নানা বিষয়ে তর্কে জড়িয়ে সাবেক কোচের সাথে সম্পর্কটা কখনো তেমন ভালো যায়নি মুশফিকের। তাই হাথুরুর শ্রীলঙ্কাকে হারানোর তৃপ্তি নিশ্চয়ই অন্যরকম মুশফিকের। একটু বেশি খুশিই যেন। আর সেই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার ১৬৩ রানের বিশাল জয়ের পর লাইভেও চলে আসেন মুশফিক। সাধারণত, এমন ঘটনা তার পেজে ঘটে না।

ফেসবুক লাইভে মুশফিক বললেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ্, কি চমৎকার জয় ছিল আজ রাতে। আল্লাহর রহমতে ২০১৮ সালটা আমাদের বাংলাদেশ দলের জন্য অনেক অনেক ভালোভাবে শুরু হয়েছে। বিশেষ ধন্যবাদ সাকিব আল হাসানকে। পর পর দুই ম্যাচের সেরা। আজকের ম্যাচে আমাদের অনেক প্রাপ্তি ও মাইলফলক ছিলো। বিশেষ ধন্যবাদ তামিম ইকবালকে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রান করেছে।’

এই ম্যাচে দুটি জুটিতে দারুণ অবদান মুশফিকের। ব্যাট হাতে ৫২ বলে ৬২ মুশফিকের। তবে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে রানের জয়কে কেবল টাইগারদের শুরুই মনে হলো মুশফিকের কথায়, ‘আরও অনেক আসছে। আজকে বিজয়ও এক হাজার রান করেছে আন্তর্জাতিক ম্যাচে। সাব্বিরও করেছে। অভিনন্দন। এমন অনেক মাইলফলক আছে। আপনাদের দোয়া থাকলে ২০১৮ সালটা অন্যরকম বছর হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। একজন আরেকজনকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছি আশা করি আপনারাও আমাদের সমর্থন দেবেন সবসময়। আশা করি সামনে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই যেন টুর্নামেন্ট শেষ করতে পারি। ইনশাল্লাহ। জাজাক আল্লাহ খায়ের। আল্লাহ হাফেজ।’

ত্রিদেশীয় সিরিজে মিরপুরে এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আসলে লড়াইটি ছিলো বাংলাদেশ ও লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মধ্যেও বুঝি! অদৃশ্য লড়াই। কারণ বড় দুঃসময়েই বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন তিনি। তবে জয় হয়েছে টাইগারদেরই। হাথুরুর শিষ্যদের স্রেফ উড়িয়ে দিয়েছেন মুশফিক-সাকিব-মাশরাফিরা।

আজকের বাজার: সালি / ১৯ জানুয়ারি ২০১৮