অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন চন্ডিকা হাথুরুসিং। তিনি বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ক্রিকইনফোর খবরে জানা গেছে। তবে বিসিবি এই পদত্যাগপত্র গ্রহণ করবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। কোচ এবং কর্মকর্তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, শ্রীলংকা ক্রিকেট বোর্ড হাথুরুকে কোচ হিসেবে পেতে চায়। তার সঙ্গে আলোচনাও করেছে লংকান ক্রিকেট বোর্ড। উভয় পক্ষ সমঝোতায় এসেছে।
গত বছর অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন কোচ হাথুরুসিং।
হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফিরা।
হাথুরু প্রায়ই বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকে দিয়ে তিনি ক্রিকেটবিশ্বকে আরেকবার চমকে দিতে চান। যাওয়ার আগে এই বাংলাদেশকে ১৯৯৬ সালের ‘শ্রীলঙ্কা’ বানিয়ে যেতে চান।
মার্চে শ্রীলঙ্কা সফরে যেয়ে হাথুরু আবার নিজ দেশে ফেরার কথা বলেন। ওই সময় ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘যদি শ্রীলঙ্কা আমাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আমি ফিরবো।’
আজকের বাজার:এলকে/এলকে ৯ নভেম্বর ২০১৭