টি-২০ ক্রিকেটে ৫০তম খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলতে নামলেই ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন সৌম্য। বাংলাদেশের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন সৌম্য। ২০১৫ সালে এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টি-২০ অভিষেক হয় সৌম্যর। গেল পাঁচ বছরে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। ২টি হাফ সেঞ্চুরিসহ ১৮ দশমিক ৪০ গড়ে এ পর্যন্ত এ ভার্সনে মোট ৮৬৫ রান করেছেন সৌম্য।
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি স্বাদ পান সৌম্য। ২১ ইনিংস পর দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। অভিষেকের ২৬ ইনিংস পর প্রথম হাফ-সেঞ্চুরি তুলেন সৌম্য। গংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে ৫০ বা তার বেশি ম্যাচ খেলা খেলোয়াড়:
খেলোয়াড় ম্যাচ রান উইকেট
মাহমুদুল্লাহ রিয়াদ ৮৬ ১৪৭৫ ৩১
মুশফিকুর রহিম ৮৫ ১২৮২—
সাকিব আল হাসান ৭৬ ১৫৬৭ ৯২
তামিম ইকবাল ৭৪ ১৭০১—
মাশরাফি বিন মর্তুজা ৫৪ ৩৭৭ ৪২
সৌম্য সরকার ৪৯ ৮৬৫ ৬ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান