হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এলআইসিটি কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এ সনদ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খালিদ হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর ড. শফিউল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মাহফুজ কবির, ইন্টারন্যাশনাল ইনস্ট্রাক্টর ফর সফট স্কিল সুনীল কুমার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেছে। তিনি তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ৬ মাস মেয়াদী তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।
আরএম/