আওয়ামী লীগের সংসদ সদস্য (ঢাকা-৫ আসন) ও মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান মোল্লার মৃত্যুতে বুধবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সাথে স্বাধীনতা এবং রাজনীতিতে হাবীবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।
‘তার মৃত্যুতে দেশ ও জাতি এক বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল,’ বলেন তিনি। শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকা-৫ আসন থেকে তিন বারের নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হাবীবুর রহমান মোল্লা বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান