‘হামলাকারীরা স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা নিয়ে গেছে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে হামলাকারীরা স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা নিয়ে গেছেন বলে দাবি করেছেন ভিসি ড. আখতারুজ্জামানের স্ত্রী আসমা জামান। আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, রাত দেড়টার দিকে দুই-তিনশ হামলাকারী বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকে। এ সময় আমি স্যারকে (ভিসি) বলি পুলিশে খবর দেওয়ার জন্য। স্যার বলেন, ওরা আমার ছাত্র। আমি তাদের বোঝাব। ওরা আমার কথা শুনবে।

তিনি বলেন, পুলিশে খবর দিতে চাই না। পুলিশ এলে রক্তারক্তি হবে, লাশ পড়বে। আমি চাই না আমার কোনো ছাত্র মারা যাক। কিন্তু হামলাকারীরা আসার পর তাদের কথা সঙ্গে কথা বলার চেষ্টা করেন ভিসি। কিন্তু তারা কোনো কথা শুনতে চায়নি।

আসমা জামান বলেন, দুই ঘণ্টা ধরে পুরো বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে। বাসার সকল আসবাবপত্র হামলাকারীরা চুরমার করে ফেলেছে। এমনকি বাথরুমে ঢুকেও সবকিছু ভেঙে ফেলেছে। বাসার সব আলমারি খুলে আমার ও আমার বোনের স্বর্ণালঙ্কার হামলাকারীরা নিয়ে গেছে। এছাড়া নগদ টাকাও নিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ছয় ভরি ও বোনের আট ভরি স্বর্ণালঙ্কার ছিল। বাসায় আমরা ৪ জন ছিলাম। অবস্থা বেগতিক দেখে মেয়েকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। আমার মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

হামলার পরিপ্রেক্ষিতে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী বলেছেন তিনি মামলা করতে চান না। কারণ তিনি চাননা তার কোনো ছাত্র আসামি হোক।

এস/