হামলার মুখে আফগান ভাইস প্রেসিডেন্ট, নিহত ১৪

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই হামলা হয়। দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তাম দেশে ফেরার কিছুক্ষণ পরই বোমা হামলা হয়।

রোববার (২৩ জুলাই) কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে  হামলার  ঘটনা ঘটে।

আত্মঘাতী বোমা হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আবদুল রশিদ দোস্তাম। হামলায় ৬০ জন আহত হন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, দীর্ঘ এক বছর তুরস্কে স্বেচ্ছানির্বাসন শেষে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দেশে ফিরেন।

জানা যায়, ভাইস প্রেসিডেন্ট বিমানবন্দরের একটি চত্বর অতিক্রম করার কিছুক্ষণ পরই ওই চত্বরে বিস্ফোরণটি ঘটে।

নিজ দলের লোক দিয়ে রাজনৈতিক এক প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আবদুল রশিদ এক বছর আগে তুরস্কে চলে যান। যদিও তিনি নিজে এ অভিযোগ অস্বীকার করেছেন।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

নিহতরা নিরাপত্তা বাহিনীর সদস্য ও ট্রাফিক কর্মকর্তা বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্ট্যানিকজাই।

বিবিসিকে স্ট্যানিকজাই জানান, এক আত্মঘাতী বোমা হামলাকারী বিমানবন্দরের মূল গেটের বাইরে ওই বিস্ফোরণের ঘটনা  ঘটান।

এসএম/