হামালা পূর্ব পরিকল্পিত: শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, এ হামালা ছিল পূর্ব পরিকল্পিত।

আজ সোমবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এ সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

তারা সরকারের কাছে এ ঘটনায় অভিযুক্ত তাণ্ডবকারীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ঢাবির ওই শিক্ষক সমিতি আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে মানব বন্ধন করবে বলে তারা জানিয়েছেন।

উল্লেখ, গতকাল রবিবার রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটে। এসময় প্রতিটি ঘরের জানালার কাচসহ প্রায় সব আসবাবপত্র ভেঙে ফেলা হয়। বাথরুম ও রান্নাঘরও তছনছ করা হয়। ভেঙে ফেলা হয় ভবনের সিসি ক্যামেরাগুলো।

এস/