গাজা ভূখ- থেকে ছোঁড়া একটি রকেট হামলায় গত রাতে ইসরাইলের আশকেলন নগরীতে এক ব্যক্তি মারা গেছে।
রোববার পুলিশ জানায়, রকেট হামলায় গুরুতর আহত লোকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ইসরাইলি গণমাধ্যম জানায়, লোকটির নাম মোশে আগাদি। তার বয়স ৬০ বছর। গাজা সীমান্তবর্তী নগরীতে অবস্থিত তার বাড়িতে রকেটটি আঘাত হানে।
রোববার শুরু হওয়া এই সহিংসতার এই প্রথম কোন ইসরাইলি প্রাণ হারাল।