হামাস পরিচালিত গাজায় ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১,৬৪৫

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ এ ভূখন্ডে কমপক্ষে ৩১,৬৪৫ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কমপক্ষে আরো ৯২ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ৩১,৬৪৫ জনে দাঁড়ালো।
এদিকে গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্যদিয়ে এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৭৩,৬৭৬ জন আহত হয়েছে। (বাসস ডেস্ক)