যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন অঙ্গরাজ্যে হাম ছড়িয়ে পড়ায় শুক্রবার সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
রাজ্যটিতে ২৪ জনের বেশি হামে আক্রান্ত হওয়ার পর জরুরি অবস্থা জারি করা হলো। আক্রান্তদের অধিকাংশ শিশু।
যুক্তরাষ্ট্রে ২০০০ সালে এ রোগ নির্মূলের ঘোষণা দেয়া হলেও দেশটিতে রোগটি আবার দেখা দিলো।
ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলী এক বিবৃতিতে বলেন, ‘হাম একটি সংক্রামক রোগ। এ রোগে ছোট শিশুদের মৃত্যু হতে পারে।’
বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত ওয়াশিংটন অঙ্গরাজ্যে ২৬ জন হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এটা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি সৃষ্টি করেছে। এ রোগ অন্যান্য কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
এ বছরের শুরুতে ওরিগনের পোর্টল্যান্ডের কাছে রোগটি প্রথম দেখা দেয়। পরে তা দ্রুত পার্শ্ববর্তী ক্লার্ক কাউন্টি ও কিং কাউন্টিতে ছড়িয়ে পড়ে। উভয় অঞ্চল ওয়াশিংটনে অবস্থিত। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ