হারিয়েছে: আমার HSC পরীক্ষার মূল নম্বরপত্র HSC-Roll No: 115079, রেজিস্ট্রেশন নম্বর- 1412718144, জিডি- নম্বর: 975 তাং- ২৩/ ০৩/ ২০২১ সাঁথিয়া থানা,পাবনা ।মো:হাসিবুর রহমান শান্ত ২৩/ ০৩/ ২০২১।
হারানো বিজ্ঞপ্তি: আমি মো: হাসিবুর রহমান শান্ত,পিতা-মো:সিরাজুল ইসলাম,গ্রাম-রায়েকমাড়ী,ডাকঘর-ক্ষেতুপাড়া, উপজেলা- সাঁথিয়া,জেলা-পাবনা। আমার এইচ,এস,সি মূল মার্কশিট হারিয়ে গিয়েছে। এইচ,এস ,সি রোল নং-১১৫০৭৯ (রাজশাহী বোর্ড)এইচ,এস,সি রেজিস্ট্রেশন নং- ১৪১২৭১৮১৪৪ (রাজশাহী বোর্ড),পাসের বছর -২০১৯,জিপিএ- ৪.২৫ বোর্ড সিরিয়াল নং-১৮-০০১১৭০৯ , সাঁথিয়া থানা, জিডি নং ৯৭৫, ২০/০৩/২০২১ ইং দায়ের করা হয়েছে। এই ঠিকানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।মো:হাসিবুর রহমান শান্ত। মোবাইল নং-০১৭৪৪১৮১৩৪৬।