হারিকেন ইয়ানের আঘাতে কেবলমাত্র ফ্লোরিডায় সোমবার মৃতের সংখ্যা বেড়ে একশ’ জন ছাড়িয়ে গেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রে এ যাবতকালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যমত। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গত ২৬ সেপ্টেম্বর শক্তিশালী ক্যাটাগরি ৪ মাত্রার এ হারিকেন ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি, রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠাান ক্ষতিগ্রস্ত হয়।
ফ্লোরিডা মেডিক্যাল এক্সামিনার কমিশনার তাদের সর্বশেষ প্রতিবেদনে রাজ্যজুড়ে এ ঘূর্ণিঝড় সম্পর্কিত মৃতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়ানোর কথা নিশ্চিত করে। এদের অধিকাংশ রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা।
এরআগে রাজ্যের গভর্ণর নর্থ ক্যারোলিনায় আরো পাঁচজনের মৃত্যুর হয়েছে বলে জানান।
উপকূলে আঘাত হানার পর ইয়ান ফ্লোরিডার ওপর দিয়ে চলে যায়।
কর্মকর্তারা জানান, ইয়ানের আঘাতে লন্ডভন্ড হয়ে যাওয়া ফ্লোরিডার উপকূল অঞ্চলের পুনর্গঠনে তাদের কয়েকমাস সময় লাগতে পারে। এতে ফ্লোরিডার প্রায় ৫ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে।
ইয়ান ছিল এ শতকে যুক্তরাষ্ট্রে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর অন্যতম।