হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র মিলবে ২ ঘণ্টায়

এখন থেকে কোনো প্রকারের ঝামেলা ছাড়াই হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে। নিয়ম মেনে মাত্র এক থেকে দুই ঘণ্টায় মিলবে হারিয়ে যাওয়া পরিচয়পত্রটি। এমনটিই জানিয়েছেন থানা নির্বাচন অফিসার (রমনা) মো. রিয়াজউদ্দিন।

তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ডে জাতীয় পরিচয়পত্রের এমন অনেক সমস্যার সমাধান সম্পর্কে জানাচ্ছেন দর্শনার্থীদের।

কিভাবে এতো অল্প সময়ে হারানো পরিচয়পত্র ফিরে পাওয়া যাবে সে সম্পর্কে শনিবার থানা নির্বাচন অফিসার (রমনা) মো. রিয়াজউদ্দিন জানান, এখন আর আগের মত সময়ের প্রয়োজন হয় না। সব কাজ ভাগ হয়ে যাওয়ায় আগের মত আর সময় লাগবে না। এ জন্য আপনাকে প্রথমে নিকটস্থ থানায় একটি জিডি করতে হবে। ওই জিডি কপি নিয়ে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেসনের জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের কার্যালয়ে যেতে হবে। যদি সার্ভারের জটিল কোন সমস্যা না থাকে তা হলে মাত্র এক থেকে দুই ঘণ্টায় আপনি আপনার হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন।

আজকের বাজার: আরআর/ ১১ ডিসেম্বর ২০১৭