হার দিয়ে এসএ গেমস শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে ভূটানের কাছে ১-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা। ম্যাচের একমাত্র গোলটি করেন ভূটানের চেনচো।
ম্যাচের শুরু থেকেই ভূটানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে প্রথম কর্নার পায় তারা। জামাল ভূঁইয়ার নেয়া কর্নার কিক অবশ্য বিপদমুক্ত করেন ভূটানের গোলরক্ষক। ১৫তম মিনিটে রবিউলের দূরপাল্লার জোরালো শট উড়ে যায় গোলবারের ওপর দিয়ে।
একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। অপরদিকে বিক্ষিপ্ত কয়েকটি আক্রমণ করা ভূটান কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ৬২ মিনিটে। দলের সেরা খেলোয়াড় চেনচোর গোলেই জয় নিশ্চিত করে ভূটান।
ম্যাচের বাকি সময়ে গোলটি শোধ দিতে পারেনি বাংলাদেশ। হার দিয়েই এসএ গেমস মিশন শুরু করলো বাংলাদেশ।
আজকের বাজার/আরিফ