টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করল বাংলাদেশের মেয়েরা। শনিবার, ২ নভেম্বর পাকিস্তানের কাছে ২৯ রানে ধরাশায়ী হলো লাল-সবুজের প্রতিনিধিরা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এবার দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তানের মেয়েরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাহিদা খানের (৬৮) হাফ-সেঞ্চুরিতে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের মেয়েরা গড়ে ২১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর। ক্যাপ্টেন বিসমাহ মারুফের ৩৯ এর সঙ্গে আলিয়া রিয়াজ করেন ৩৭।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেন জাহানারা আলম। ২টি করে উইকেট নেন পান্না ঘোষ ও নাহিদা আক্তার।
জবাবে নিগার সুলতানা অর্ধ-শতক হাঁকিয়েও বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি। দেশের মেয়েদের ইনিংস ৪৭.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায়।
পাকিস্তানের হয়ে সানা মির নেন ৩টি। আর সাদিয়া ইকবাল, নাশরা সান্ধু ও ডিয়ানা বেগ নেন দুটি করে উইকেট।
আজকের বাজার/এমএইচ