চলতি মৌসুমে সিরি‘আর শিরোপা আগেভাগেই নিশ্চিত করেছিলো ক্রিস্টিয়ানোর রোনাল্ডোর জুভেন্টাস। তবে দলটির লিগের শেষটা মোটেও ভালো হয়নি। হার দিয়ে লিগ শেষ করলো জুভেন্টাস। গতরাতে তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে লিগে নিজেদের শেষ ম্যাচে রোমার কাছে ৩-১ গোলে হেরেছে জুভেন্টাস।
লিগ শিরোপা নিশ্চিত হওয়ায় আসরের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পাওলো দিবালার মত তারকারা। আগামী শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগে লিওঁ ম্যাচকে সামনে রেখে তাদের বিশ্রামের রাখে জুভেন্টাস।
ক্রিস্টিয়ানো রোনালদোসহ নিয়মিত অনেক তারকাই ছিলেন বিশ্রামে। তাতে মৌসুমের শেষটাও হলো অপ্রত্যাশিত ভাবে। ঘরের মাঠে দুই বছর পর প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে লিগ চ্যাম্পিয়নরা। রোমার কাছে হেরেছে ৩-১ গোলে!
ঘরের মাঠে সর্বশেষ ২০১৮ সালে হারের লজ্জা পেয়েছিলো জুভেন্টাস। সেটি ছিলো নাপোলির কাছে। ৮৩ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে লিগ শেষ করলো জুভেন্টাস। ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো ইন্টার মিলান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান