জেলার হালতিবিলে বোরো ধান কাটা শ্রমিকদের উদ্বুদ্ধ করতে তাদের মধ্যে খাদ্য সামগ্রী, ইফতারি ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নলডাঙ্গা উপজেলার হালতি বিলের খোলাবাড়িয়া, খাজুরা ও মাধনগর এলাকার বিভিন্ন বোরো জমিতে কর্মরত দুইশ’ শ্রমিকের মধ্যে গতকাল এই খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। ইফতারির মধ্যে ছিল এক প্যাকেট করে খেজুর, মুড়ি, স্যালাইন, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি ইত্যাদি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা ও লবন। শ্রমিকদের হাতে সাবান এবং দুই কার্টুন হ্যান্ড স্যানিটাইজার ও গ্লোভস তুলে দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিপি এডভোকেট সিরাজুল ইসলাম। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য বান্ধব সরকার সবসময় কৃষি ও কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শস্য ভান্ডার খ্যাত নাটোরের বিল এলাকার বোরো ধান নির্বিঘেœ ঘরে তুলতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসন মাঠে কর্মরত শ্রমিকদের উদ্বুদ্ধ করে যাচ্ছে। উল্লেখ্য, জেলায় চলতি বোরো মৌসুমে ৫৭ হাজার ৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদী জমি থেকে বাম্পার ফলন আশা করছে কৃষি বিভাগ। নাটোরের চলনবিল এবং হালতিবিল শস্য ভান্ডার হিসেবে প্রসিদ্ধ। এরআগে চলনবিলের পাঁচ শতাধিক বোরো ধান কাটা শ্রমিকদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান