চট্টগ্রামে হালদা নদীতে বিলুপ্তপ্রায় ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্টের বেঞ্চ এ আদেশ দেন। এতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবশে অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালককে বলা হয়। এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা ৭২ ঘন্টার মধ্যে জানানোরও নির্দেশ দেন আদালত।
ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এটাই প্রথম রিট ও আদেশ। গতকাল অনলাইনে এটি দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন। এতে বলা হয়, গত ৯ মে নদীতে একটি ডলফিনকে হত্যা করা হয়।
এ নিয়ে নদীতে এ পর্যন্ত হত্যা করা হয় ২৪টি ডলফিন।