আর্লিং ব্রট হালান্ডের জোড়া গোলে শনিবার বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ড ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে উল্ফসবার্গকে। সপ্তাহের শেষভাগে শীর্ষধারী বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ডর্টমুন্ড।
২১ বছর বয়সি হালান্ড আগের ৫ ম্যাচে গোল করতে না পারলেও গতকাল জোড়া গোল করেন ডর্টমুন্ডের হয়ে। অবশ্য এই মৌসুম শেষেই ক্লাবটি তিনি ছেড়ে যাবেন বলো জোর গুজব রয়েছে। পায়ে চোট পাওয়ার আগে তার দক্ষতা ছিল আরো চিত্তাকর্ষক।
ডর্টমুন্ডের কোচ মার্কো রোজি বলেন, ‘ক্রমেই সে আরো ভালো করছে। যদিও এখনো ব্যথা অনুভব করছেন, তাররপরও আজ তিনি প্রমান করেছেন যে ওই ব্যথা সহনীয় পর্যায়ে আছে। দলগত ভালো প্রদর্শনীর দিনে তার পরফর্মেন্স ছিল খুবই ভালো।’
পয়েন্ট তালিকার মাঝখানে থাকা উল্ফসবার্গের বিপক্ষে এই জয়টি তালিকার দ্বিতীয় স্থানধারী ডর্টমুন্ডকে টেবিল টপার বায়ার্নের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধানে পৌঁছে দিয়েছে।
রৌদ্রোজ্জল সিগনাল ইডুনা পার্কে ৭৯ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটের এক স্পেলে ৫ গোল আদায় করে ডর্টমুন্ড। ম্যাচের ২৪ মিনিটে গোলের খাতা খুলেন বুন্দেসলিগায় স্বপ্নিল এক অভিষেক পাওয়া ১৭ বছর বয়সি টম রোথে। জার্মানি অনুর্ধ ১৯ দলের এই ডিফেন্ডার কর্র্নার থেকে গোলটি আদায় করেন।
এর পরপরই বেশ দ্রুততম সময়ের মধ্যে আরো চারটি গোল করে ডর্টমুন্ড। দুই মিনিট পর অ্যাক্সেল উইটসেল সফরকারী গোল রক্ষক কোয়েন ক্যাস্টিলসের পায়ের নিচ দিয়ে লক্ষ্য ভেদ করেন। আরো দুই মিনিট বিরতি দিয়ে ২৮ মিনিটে ফ্রিকিকের একটি বল টোকা দিয়ে জালে পাঠিয়ে দেন ম্যানুয়েল আকানজি।
ক্ষনিক বিরতির পর ফের ভেংগে পড়ে উল্ফসবার্গের রক্ষন। ৩৫মিনিটে এমরে ক্যান দূর পাল্লার শটে গোল করেন। ৩ মিনিট পর মার্কো রেউজের যোগান থেকে গোল করেন হ্যালান্ড। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে সফরকারীদের জালে ফের বল পাঠিয়ে ডর্টমুন্ডকে ৬-০ ব্যবধানে পৌঁছে দেন হ্যালান্ড। ম্যাচের ৮২ মিনিটে উল্ফসবার্গের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন রিডলে বাকু (জরফষব ইধশঁ)।
শনিবার অনুষ্ঠিত বুন্দেসলিগার অন্য ম্যাচে ফ্রেইবার্গ ৩-০ গোলে ভিএফএল বুচম , হার্তা বার্লিন ১-০ গোল আশবার্গ এবং কোলন ৩-১ গোলে বরুশিয়া মুনশেনগ্লাবাখের বিপক্ষে জয়লাভ করেছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান