কুমিল্লা, সদর উপজেলার শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ তিন শিক্ষার্থী হাসতে থাকে। পরে তারা হাসতে হাসতে অসুস্থ হয়ে যায়। এরপর একে একে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
সোমবার বিকালে উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের বিদ্যালয়টিতে প্রতিদিনের মতো সোমবার সকালেও যথারীতি শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঠদান শুরু হয়। দুপুরে ‘টিফিন পিরিয়ড’ শেষে আবারও পাঠদান শুরু হয়।
দুপুর আড়াইটায় দিকে ৮ম শ্রেণির পাঠদান চলাকালে হঠাৎ দু’তিন জন শিক্ষার্থী হাসাহাসি শুরু করে। শিক্ষক তাদের কাছে কারণ জানতে চাইলে অন্যরাও হাসি শুরু করে। পরে একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগটির নাম মাস সাইকোসিস, এটি এক প্রকার মানসিক রোগ। তবে রোগটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
আজকের বাজার/লুৎফর রহমান