ছেলের ম্যাচ দেখতে গতকাল (বুধবার, ০৫ ফেব্রুয়ারি) গোল্ডকোস্টে যান অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেহম্যান। তার জন্মদিনও ছিল। কিন্তু বিশেষ দিনটি বিষণ্ণতায় ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচের। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশের হয়ে ছেলের ম্যাচ দেখার সময় হঠাৎ বুকে ব্যথা ওঠে তার। অবস্থা খুবই গুরুতর। হার্টে অস্ত্রোপচার করাতে হচ্ছে সাবেক ক্রিকেটারকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিজেদের ওয়েসবাইটে জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বাইপাস সার্জারি হবে লেহম্যানের। এখন তিনি হাসপাতালে বিশ্রামে আছেন। লেহম্যান বলেন, দেশের ক্রিকেট পরিবারগুলোর সদস্যদের সমর্থন পেয়ে আমি ধন্য। আমি এখানে সেরা চিকিৎসা পাচ্ছি। আমার বিশ্বাস, শিগগির নিজের পায়ে দাঁড়াতে পারব।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান লেহম্যান। তবে চলমান বিগ ব্যাশে ব্রিসবেন হিটের দায়িত্ব নিয়ে ফের কোচিংয়ে ফিরেছেন তিনি।
কোচ হিসেবে বেশ সাফল্য পান লেহম্যান। খেলোয়াড়ি জীবনও রঙিন। ব্যাট হাতে ২৭ টেস্টে ৪৪.৯৫ গড়ে ১ হাজার ৭৯৮ রান করেন তিনি। পাশাপাশি শিকার করেন ১৫ উইকেট। আর ১১৭ ওয়ানডেতে ৩৮.৯৬ গড়ে ৩ হাজার ৭৮ রান সংগ্রহ করেন অজি ক্রিকেটার। পাশাপাশি এ ফরম্যাটে ৫২ উইকেট নেন তিনি।
আজকের বাজার/আরিফ