হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ

TOPSHOT - HOUSTON, TX - APRIL 21: Former president George H.W. Bush and son, former president George W. Bush, watch with family as the coffin of former first lady Barbara Bush is placed in a hearse outside of St. Martin's Episcopal Church following her funeral service on April 21, 2018 in Houston, Texas. Bush, wife of former president George H. W. Bush and mother of former president George W. Bush, died at her home in Houston on April 17 at the age of 92. Scott Olson/Getty Images/AFP / AFP PHOTO / GETTY IMAGES NORTH AMERICA / SCOTT OLSON

স্ত্রী বারবারার মৃত্যুর পরে এবার হাসপাতালে ভর্তি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে। রক্ত সংক্রমণজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপির।

তার স্ত্রী বারবারার মৃত্যুর কয়েক দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হল। বারবারা প্রতিবেদকে উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, ৯৩ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে রোববার হাউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। তবে তার অবস্থার ক্রমেই উন্নতি ঘটছে।

স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের ৪১তম এ প্রেসিডেন্ট অনেককে অভিবাদন জানান এবং অনেকের সঙ্গে করমর্দন করেন।

তিনি নিজে ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশসহ যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে বলা হয়, রক্ত সংক্রমণের পর গতকাল সকালে প্রেসিডেন্ট বুশকে হাউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে এবং ক্রমেই তার অবস্থার উন্নতি হচ্ছে।

আজকের বাজার/ এমএইচ