বল মাথায় লেগে আহত হওয়া বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে হাসপাতালে নেওয়া হয়েছে। ব্লুমফন্টেইন টেস্টের তৃতীয় দিন ইনিংসের ১৪তম ওভারে মুশফিকের হেলমেটের বাঁ দিকে বল লাগে। এরপর ফিজিও এবং সাউথ আফ্রিকার ডাক্তারের নিষেধ উপেক্ষা করে প্রায় ৪০ মিনিট ব্যাট করে যান।
ডুয়ানে অলিভিয়ের মুশফিককে বারবার শর্টবল মারছিলেন। কয়েকটি ছাড়তে পারলেও একটিতে ভড়কে যান। বল লাগার পর মুশফিক মাটিতে বসে পড়েন। বাংলাদেশ দলের ফিজিও ছুটে আসেন। দলের সঙ্গে ডাক্তার না থাকায় সাউথ আফ্রিকার ডাক্তারও মাঠে চলে আসেন। দুজনেই মুশফিককে বিশ্রাম নিতে বলেন।
দ্বিতীয় ইনিংসে মোট ১০টি শর্টবল মোকাবিলা করেন মুশফিক। এর মধ্যে কমপক্ষে দুইবার বিপদে পড়েন।
এরপর প্রায় ৪০ মিনিট ব্যাট করেন মুশফিক। তবে এলবিডব্লিউ হয়ে পারনেলের বলে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। মাঠ ছাড়ার পর অস্বস্তি বোধ করায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
আজকের বাজার: আরআর/ ০৮ অক্টোবর ২০১৭