হাসপাতালে সানি লিওন

উত্তরাখন্ডে চলছিল ‘স্পিল্টসভিলা’-এর শ্যুটিং। কিন্তু আচমকাই শ্যুট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সানি লিওনি।

বৃহস্পতিবার (২১ জুন) রাত সাড়ে এগারোটার সময় সানিকে হাসপাতালে ভর্তি করতে হয়। মারাত্মক পেটের যন্ত্রণা এবং হাল্কা জ্বর নিয়ে হাসপাতালে আসেন সানি।

মারাত্মক গরম এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কারণে, সানির পেটের সমস্যা তৈরি হয়। সেই থেকেই এভাবে অসুস্থ হয়ে পড়েন সানি বলে জানা গিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত নায়িকার অবস্থা ঠিকই আছে। শনিবার হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন সানি।

‘বীরামহাদেবী’ সেই ছবি যার জন্য কাল-ঘাম ঝড়াচ্ছেন নায়িকা৷ যে ছবির জন্য ঘোড়সওয়ারি থেকে অসিযুদ্ধের নানা কৌশল রপ্ত করছেন সানি। চিত্রনাট্য অনুসারে এক রাজকুমারী রয়েছেন লিওন।যে আবার বীর যোদ্ধাও।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমি ভীষণই উৎসাহিত ফিল্মটি নিয়ে৷ এতদিন ধরে আমি এরম কিছু একটা করতে চাইছিলাম৷ এ ধরণের যোদ্ধার ভূমিকায় অভিনয় করতে গেলে যথেষ্ট পোটেনশিয়াল লাগে৷ আশা করছি আমি তা দিতে পারব৷”

প্রসঙ্গত এই সিনেমার জন্য লস এঞ্জেলাসে গিয়ে ঘোড়সওয়ারি শিখেছেন নায়িকা৷ এমনকি তামিল ভাষা শেখার জন্য বিভিন্ন ওয়ার্কশপও অ্যাটেন্ড করেছেন তিনি৷

আজকের বাজার/আরআইএস