সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’কে আজ বিকেল ৩টায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হচ্ছে।
ঠিক একমাস আগে গত ৪ মার্চ তাকে চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।
তিনি বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তিনি সেখানে থাকবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার আবু নাসের বাসসকে এ কথা জানিয়ে বলেন, আজ সিঙ্গাপুর সময় বিকাল তিনটায় (সম্ভাব্য সময় ) তাকে রিলিজ দেয়া হবে।