সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে ঢাকার আশুলিয়ায় হাসপাতাল তৈরি করছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এরই মধ্যে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।
ইলিয়াস কাঞ্চন জানান, ‘আশুলিয়াতে নিজের ছোট্ট একটি জমিতে হাসপাতাল তৈরি করতে যাচ্ছি। আমার একটি মাত্র জমি, সেখানে আমি হাসপাতাল করবো। আমার যা আছে তাই দিয়েই হাসপাতালের কাজ শুরু হয়েছে। এর মধ্যে ৬ তলার প্ল্যান পাশ হয়েছে। ইঞ্জিনিয়ার স্বপন ভাই এ বিষয়ে সহযোগীতা করছেন।’
প্রসঙ্গত, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এ বছর একুশে পদক পেয়েছেন চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
এমআর/