খুনি হাসিনার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার সকাল ১১টায় শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও শহর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা।
সভায় বক্তারা বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা, ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিকরে গণহত্যার নির্দেশদাতা দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারের দাবী করেন।
সমাবেশের আগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। (বাসস)