হাসিমুখে দেশে ফিরলেন সাকিব

শঙ্কা নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে মিলল উন্নত চিকিৎসা। ডাক্তারি রিপোর্ট ভালো আসায় চিন্তামুক্ত হলেন। অবশেষে দেশে ফিরলেন হাসিমুখে।

রোববার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।

বিমানবন্দরে নেমেই সুখবর দিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিব আল হাসান জানালেন, ব্যথা অনুভব না হলে এবং হাতের শক্তি পেলে দ্রুতই মাঠে ফিরতে পারবেন তিনি। তবে হাতের শক্তি ফিরে না পেলে ও ব্যথা না কমলে কতদিনের অপেক্ষা করতে হবে তা জানা নেই তারও।

দেশে ত্রিদেশীয় সিরিজ খেলার সময় বাঁ-হাতের কনিষ্ঠায় ব্যথা পান সাকিব। ব্যথা কমাতে ইনজেকশন নিয়ে মাঠে নেমেছিলেন বারবার। কিন্তু এশিয়া কাপ খেলার সময় হঠাৎ আঙুল ফুলে যায়। দেখা দেয় ইনফেকশনের। যে পরিমাণ পুঁজ আর দূষিত রক্ত বের করা হয়েছে, তাতে শঙ্কিত ছিল সবাই। শঙ্কায় ছিল আঙুলের সংক্রমণ আবার না হাড়ে ছড়িয়ে পড়ে। তবে মেলাবোর্নের হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, ইনফেকশন নিয়ন্ত্রণে আছে।

সাকিব বলেছেন,‘ইনফেকশন আন্ডার কন্ট্রোলে আছে। তবে প্রতি সপ্তাহে ব্লাড টেস্টের মাধ্যমে পরীক্ষা করাতে হবে। এটা আবার বাড়ল বা অন্য কোনো সমস্যা হলো কিনা সেটা নিশ্চিত হতে হবে। কিন্তু এখন পর্যন্ত ইনফেকশন আন্ডার কন্ট্রোল।’

আজকের বাজার/এমএইচ