এবার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব ছাড়লেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর আসন্য আইপিএলে হায়দ্রবাদের নেতৃত্ব হারানোর বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে যায়। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো ফ্রাঞ্ছাইজিটির পক্ষ থেকে।
আজ বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদ এক টুইটের মাধ্যমে বিষয়টি জানায়। ফ্রাঞ্ছাইজির সিইও কে. শানমুগামের বরাতে বলা হয়, সম্প্রতি ঘটণার প্রেক্ষিতে, ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন অধিনায়কের নাম দ্রুতই ঘোষণা করা হবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এরইমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন বেনক্রফটকে। বড় ধরণের শাস্তির সম্ভাবনা মুখে পড়তে হতে পারে তাদের।
এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক পদ থেকে স্মিথ এবং সহ-অধিনায়কের পদ হারাতে হয় ডেভিড ওয়ার্নারকে। আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করার কথা ছিলো স্মিথের। তবে তাকে সরিয়ে এরইমধ্যে দলের দায়িত্ব দেওয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে।
এস/