হিউম্যান রাইটস ওয়াচের পরিচালককে বহিষ্কার করল ইসরায়েল

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের শীর্ষ এক কর্মকর্তাকে বহিষ্কার করছে ইসরায়েল। তার বিরুদ্ধে এই অভিযোগ যে তিনি ইসরায়েল বয়কট আন্দোলন সমর্থন করেন। ফিলিস্তিনীদের প্রতি ইসরায়েলের বিরুপ আচরণের প্রতিবাদে সক্রিয় কর্মীরা ইসরায়েল বয়কট আন্দোলন ব্যবহার করে থাকে।

ইসরায়েল সরকার, ইসরায়েল ও ফিলিস্তিনে হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক ওমার শাকিরকে সোমবার ইসরায়েল ত্যাগ করতে হবে বলে যে নির্দেশ দিয়েছে, ইসরায়েলের সুপ্রিম কোর্ট তা বজায় রেখেছে।

যারা ইসরায়েল বয়কট আন্দোলনকে সমর্থন করে এমনকি জাতিসংঘের কূটনীতিক, তাদেরও ইসরায়েল সে দেশে প্রবেশ করতে দেয় না। কিন্তু এই প্রথম দেশের ভেতর থেকে একজনকে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হল।

২০১৭ সালে ইসরায়েল ওই আইন পাশ করে, যে, কেউ যদি ইসরায়েল বয়কট আন্দোলন সমর্থন করে তাকে বহিষ্কার করা হবে।

আজকের বাজার/লুৎফর রহমান