বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুম এবং লুকিয়ে রাখা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ঠিক নয়- এটি উদ্দেশ্য প্রণোদিত। যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও সংগঠনটি বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচকভাবে প্রচারণা করেছে। এটিও তারই অংশ।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত বুধবার এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ২০১৩ সাল থেকে বিরোধী দলের কর্মীসহ কয়েকশ ব্যক্তিকে অবৈধভাবে আটক করেছে। তাদের গোপন স্থানে লুকিয়ে রেখেছে। এর মধ্যে ২০১৬ সালেই কমপক্ষে ৯০ ব্যক্তি গুমের শিকার হন। আটক হওয়া ২১ জনকে পরে হত্যা এবং নয়জনের অবস্থা অজানা বলে জানায় এইচআরডব্লিউ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বিএনপির নেতাকর্মী নয়-সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে আইন মেনে কাউকে আটক করলে ২৪ ঘন্টার মধ্যে তাকে আদালতের সামনে হাজির করা হয়েছে।
তিনি বলেন, কোনো ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পেলে তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে। আগামীতেও হবে।
আজকের বাজার: সালি/৬ জুলাই ২০১৭