ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলা ‘লেবাননকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার’ ঝুঁকি সৃষ্টি করছে। ইসরায়েলের সামরিক বাহিনী রোববার এ কথা বলেছে।
নতুন করে আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর একটি ব্যাপক ও বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে ইসরাইলী বাহিনী এ মন্তব্য করে। খবর এএফপি’র।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস সতর্ক করে বলেছেন, “হিজবুল্লাহ লেবাননকে এমন এক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে যা থেকে তারা কিছুই পাবে না, বরং অনেক কিছু হারাতে হবে।”
তারা উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে তিনি মন্তব্য করেন।