হিটলারের সঙ্গে সেলফির সুযোগ দিচ্ছে গুগল

শুধু ফোনের একটা কিক, মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে যাবেন আপনি। অবাক হচ্ছেন! গুগল আর্টস এন্ড কালচারাল অ্যাপ আপনাকে সেই সুযোগই করে দিচ্ছে।
বিশ্বের নামজাদা ব্যক্তিত্বের জায়গায় নিজেকে পাবেন আপনিও। কয়েকদিন আগে এই অ্যাপটির নতুন একটি ফিচার যোগ হয়। সেই ফিচারের দৌলতে জনপ্রিয় হয়ে গিয়েছে অ্যাপটি।
প্রথমে অ্যাপটি খোলা হলে সেলফি তোলার অপশন আসবে। তার পর আপনার মুখের সঙ্গে কিছুটা মিল রয়েছে এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব কিংবা ইতিহাস প্রসিদ্ধ শিল্পকর্মের স্রষ্টাদের সঙ্গে মিলিয়ে একটি ছবি পেয়ে যাবেন আপনি। ওই ছবি শেয়ার করা যাবে ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটগুলিতেও। তবে শুধু বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব নয়, জনপ্রিয় পেন্টিংয়ের সঙ্গে নিজের ছবি বানানোরও সুযোগ থাকছে এখানে। ফলে হিটলারের হাত ধরে দাঁড়ানো বা মোনালিসাকে চুমু খাওয়া আপনার কাছে এক কিক দূরত্বে।
নতুন ভার্সন আপডেট হওয়ার পরেই গত সপ্তাহে প্রচুর ডাউনলোড হয়েছে অ্যাপটি।

তবে শুধু এটি নয়, এর আগেও বিভিন্ন অ্যাপ মারফত আগেও প্রতিকৃতি করার সুযোগ এসেছে। কিন্তু গুগল আর্টস এন্ড কালচারাল অ্যাপে এডিট হওয়া ছবির সঙ্গে গ্রাহকদের মুখের অবিকল মিল থাকায় সহজেই জনপ্রিয় হয়ে গিয়েছে। জানা গিয়েছে, প্রায় ১২০০ মিউজিয়াম, গ্যালারি ও শিল্পকলা, ব্যক্তিত্বের ইমেজ রয়েছে ওই অ্যাপটিতে।

তবে শুধু সাধারণ মানুষই নয়, গুগল আর্টস এন্ড কালচারাল অ্যাপে মেতেছেন বিশ্বের বড় বড় সেলিব্রিটিরাও। তবে অনেক দেশে এই ভার্সনটি লঞ্চ করতে বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানা গিয়েছে।
সূত্র: এবেলা
আজকের বাজার: ওএফ/ ২১ জানুয়ারি ২০১৮