হিন্দি ছবিতে মম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।চলচ্চিত্রে অভিনয় করেও দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। এবার মম ভক্তদের জন্য রয়েছে আরও একটি সুখবর। বলিউডের হিন্দি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন ফয়সাল সাইফ।

মম বলেন, আমার নতুন ছবির গল্পের কাহিনী নারীকেন্দ্রিক। পুরো গল্পটি ডার্ক থ্রিলার ধাঁচের। আর এ ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি আমি। এক কথায় বলতে গেলে এ ছবির মূল নায়ক বা নায়িকা বলতে মমই থাকবেন। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো। মমর স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে।

৭ই সেপ্টেম্বর এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতে আসছেন তিনি। আশা করি, নভেম্বরে আমরা এ ছবির কাজ শুরু করতে পারব। এদিকে মমর সঙ্গে এ ছবিতে আর কারা অভিনয় করবেন তা এখনও নিশ্চিত হয়নি। তবে মম এরই মধ্যে তার ফেসবুকে এ ছবিতে কাজ করার বিষয়টি একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রীর কীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ ও শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিগুলো মুক্তি পেয়েছে।

আজকের বাজার: আরআর/ ২৬ আগস্ট ২০১৭