শুরুতে যে হাড্ডাহাড্ডির সম্ভাবনা জাগিয়েছিল বিরোধী কংগ্রেস। শেষ পর্যন্ত তা থাকেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট ছাড়াও হিমাচলের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বার্তা সংস্থা রয়টার্স, এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গুজরাটে ১৮২ আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি ১০৯টি, কংগ্রেস ৭২টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। একটি আসনে অন্য দল জয় পেয়েছে। সরকার গঠনে এই রাজ্যে ৯২টি আসনে জয় প্রয়োজন।
এখানে ২০১২ সালের নির্বাচনে ১১৫ আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল ৬১ আসন। এবার কংগ্রেসের আসন ১১টি বেড়েছে। বিপরীতে বিজেপির আসন কমেছে ৬টি।
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো তার রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচন হলো। এবারের নির্বাচনী প্রচারে মোদিই ছিলেন বিজেপির মূল ইস্যু। এ নিয়ে টানা ছয়বার গুজরাট বিধানসভার দখল নিতে যাচ্ছে বিজেপি।
একইভাবে হিমাচল প্রদেশে ৬৮টি আসনের সবক’টির বেসরকারি ফলাফল এসেছে। এতে বিজেপি ৪৩, কংগ্রেস ২২ এবং অন্যান্যরা তিনটি আসনে জয় পেয়েছে। কংগ্রেসকে হটিয়ে এখানে ক্ষমতাসীন হচ্ছে বিজেপি।
হিমাচলে ২০১২ সালের নির্বাচনে ৩৬ আসনে জিতে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। বিজেপি পেয়েছিল ২৬ আসন। এবার কংগ্রেস ১৪টি আসন হারিয়েছে। বিপরীতে বিজেপি ১৭টি আসন বেশি পেয়েছে। এবার অন্যান্য দল পেয়েছে তিনটি আসন।
গত ৯ এবং ১৪ ডিসেম্বর দুই দফায় গুজরাট ও হিমাচলে ভোট গ্রহণ করা হয়।
আজকের বাজার: আরআর/ ১৮ ডিসেম্বর ২০১৭