হিম শীতল বাতাসে কাঁপছে চুয়াডাঙ্গা ।জেলার বিভিন্ন উপজেলায় খেটে খাওয়া মানুষ তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে। দিন রাত বইছে হিমেল বাতাস। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।
শীতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। ।
আজ সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। (বসস)